আমার ফলোয়ার গেল কই?
একদিন আগেও সব ঠিকঠাক ছিল। রাতে পেরিয়ে সকাল হতেই সব এলোমেলো হয়ে গেল। হুট করে কমে গেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলোয়ারের (অনুসারী) সংখ্যা। সকাল থেকেই ফেসবুকের নিউজফিডে পোস্ট-কমেন্টেসে আলাপ চলছে, ‘আমার ফলোয়ার গেল কই?’ হুট করে ফেসবুকে আইডি ও পেজের ফলোয়ারের সংখ্যা কমে যায়। সকাল…